গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৮৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জব্দসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
'বাংলাদেশ আমার অহংকার'—এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১১টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে।
পলাশবাড়ী থানাধীন ৮নং ওয়ার্ডের হরিণমারী এলাকায় মেসার্স শিল্পী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকামুখী লেনে স্থাপিত চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। এতে ৮৬ বোতল ফেনসিডিলসহ নিম্নলিখিত ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়—১। মোঃ ফিরোজ কবির (৩২), পিতা-মৃত আজগর আলী, সাং-কালুগাড়ি।২। মোঃ ফেরদৌস মিয়া (২০), পিতা- মৃত আঃ জব্বার মন্ডল, স্থায়ী সাং-রাইগ্রাম।৩। মোঃ লিখন প্রধান (২৩), পিতা- মোঃ তসলিম প্রধান, স্থায়ী সাং-দুবালাগাড়ি।৪। মোঃ সজিব মন্ডল (৩৫), পিতা- মোঃ নুরুল ইসলাম, স্থায়ী সাং-কালুগাড়ি।(সকল আসামির ঠিকানা: থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
0 coment rios: