সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, July 13, 2023

হারাগাছে জুয়ারী ও মাদকসেবী সহ গ্রেফতার-৬

রতন রায়হান, রংপুর। রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশ মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযানে মাদকসেবন ও জুয়া খেলার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে। ১২ জুলাই বুধবার রাতে হারাগাছ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন, তকেয়ারপার গ্রামের ওয়ারেস মিয়া (৪২), মডার্ন উত্তর শেখ পাড়া গ্রামের রাশেদ মিয়া (২৫), বাহার কাছনা তকেয়ারপার গ্ৰামের সোহান মিয়া (২০), একই এলাকার আমিনুর রহমান (৩৪), সাহেবগঞ্জ চিলমনটারি গ্রামের জাহিদুল (২০) এবং সাহেবগঞ্জ পশ্চিমটারী গ্ৰামের রতন শেখ (২২)।আটক ৬ জনকে মাদক ও জুয়া মামলায় গ্ৰেফতার দেখিয়ে বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক এসআই কমল মোহন্ত জানান, বুধবার রাতে তকেয়ারপাড় এলাকায় কয়েকজন যুবক মোবাইলে জুয়া খেলছিলো এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া মাদক সেবন করার সময় আরও ১ জনকে আটক করে পুলিশ।এসআই কমল মোহন্ত বলেন, আটক ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৬ জনকে মামলায় গ্ৰেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, মাদক ও জুয়া বিরোধী আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: