কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নিহত আবুল কাশেম হত্যার প্রতিবাদ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে কাউনিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) রাত ৯টার দিকে মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে বিক্ষোভকারীরা জড়ো হন। সেখান থেকে কফিন মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।মিছিলে অংশগ্রহণকারীরা "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "মুজিববাদ মুর্দাবাদ", আবু সাইদ মুগ্ধ "শেষ হয়নি যুদ্ধ" ইত্যাদি শ্লোগান দেন।সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও খুনিদের শাস্তির দাবি জানিয়ে বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকার জনগণের অধিকার হরণ করছে এবং রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছে। বক্তৃতা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা, যার মধ্যে উপস্থিত ছিলেন মো. সামিম হোসেন, এম আকরাম হোসেন, রাজু আহমেদ, আকরাম হোসেন আরিফ, শিপন আহমেদ হিমু, মোসলেম উদ্দিন, রায়হান আহমেদ, আসাদুল্লাহ আল গালিব, শরিফুল ইসলাম, রিফাত উদ দৌল্লাহ, সজিব, আক্তারুজ্জামান প্রমুখ।
এ সময় বক্তারা আবুল কাশেম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
0 coment rios: