রতন রায়হান, রংপুর ।রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্তগত হারাগাছ থানা পুলিশের বিশেষ অভিযানে ২২৫ বোতল (স্কাফ) ফেন্সিডিল ও নগদ ৪১০০ টাকা সহ এক পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত রাত ১১:৩৫ ঘটিকার দিকে হারাগাছ পৌরসভার ১নং ওয়ার্ডের পাইকারটারী গ্রামে এ অভিযান চালানো হয়।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১২ জানুয়ারি ২০২৪ ইং ১১:৩৫ ঘটিকার রংপুরের হারাগাছ পাইকারটারী গ্রামের মৃত খালুয়া মফিজ উদ্দিনের ছেলে মোঃ-ফেরদৌস মিয়া (৩৭) বাড়ির ভিতরে পাকা রুমের খাটের নিচে পাকা মেঝের উপর ২২৫ বোতল ফেন্সিডিল (স্কাফ) উদ্ধার করা হয়।
এ বিষয়ে ১৩ জানুয়ারি এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মতে একটি মামলা দায়ের করেন এবং ওই মাদক কারবারি মোঃ ফেরদৌস মিয়াকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে মাদককারবারি ফেরদৌস মিয়ার বাড়ী রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ১ নং ওয়ার্ডের পাইকারটারি গ্রামে।
0 coment rios: