সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, February 12, 2025

র‌্যাবের যৌথ অভিযানে ঢাকা মিরপুর মডেল থানার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুর(প্রতিনিধি)ঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানায় দায়ের করা চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামিকে র‌্যাবের যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-৩-এর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা মহানগরীর রমনা থানাধীন ডিবি কার্যালয় এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ সামসুজ্জামান ওরফে সোহাগ (৩১) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি বিভিন্ন চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে এবং চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা স্থাপন করত। এই কৌশলের অংশ হিসেবে সে গত ৯ নভেম্বর ২০২৪ তারিখে ভিকটিমকে চাকরির প্রলোভন দেখিয়ে মিরপুর মডেল থানার অন্তর্গত একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন, যা উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় র‌্যাব সদস্যরা অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে। এরপর ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১২টা ৫ মিনিটে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: