কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতুর মাঝখানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ইমালিফ পরিবহন নামের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় ট্রাকের চালক রংপুরের হাজিরহাট এলাকার রিপন মিয়া (৪০) ও সহকারী তুহিন ইসলাম (২৭) গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, বাসের চালক, সহকারী ও আরও সাতজন যাত্রী আহত হয়েছেন।দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
0 coment rios: