কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সবুজ মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ মিয়া মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এতে তার স্ত্রী মন খারাপ করে কন্যা সন্তানকে নিয়ে অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে সবুজ মিয়া নিজ শয়নকক্ষে ধর্নার (তীর) সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
0 coment rios: