রংপুর প্রতিনিধি:র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানা এলাকা থেকে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার চাঞ্চল্যকর জুঁই হত্যা মামলার প্রধান আসামী মোঃ আলী হোসেন (২৪) গ্রেফতার হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে র্যাব বিভিন্ন ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ কর্তৃক এই সফল অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন এলাকায় মোঃ আলী হোসেন ও তার পরিবারবর্গ মিলে মোছাঃ জুঁই আক্তার (২০)-কে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে আসামী মোঃ আলী হোসেন ভিকটিমের বুকের ওপর চড়ে বসে এবং দুই হাত দিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার ঘটনা সংঘটিত করে। পরবর্তীতে জানা যায়, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।
এই ঘটনার প্রেক্ষিতে, গত ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক রাত ১৮:৩০ ঘটিকায় নিহত জুঁই আক্তারের বাবা মোঃ জাহিদুল ইসলাম (৪১) বাদী হয়ে হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার খবর প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি র্যাব-১৩, সিপিএসসি এর নজরে এলে ছায়া তদন্ত শুরু করা হয়। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৯:১০ ঘটিকায় নীলফামারী জেলার ডিমলা থানাধীন নওতারা বাজার সংলগ্ন ভাটিয়াপাড়া গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ আলী হোসেন (২৪), পিতা-মোঃ মুমিকুল ইসলাম, সাং-নিজ শেখ সুন্দ (মৌলভী পাড়া), থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট। গ্রেফতার পরবর্তী কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ সাইফুল্লাহ নাঈম জানান, ‘‘র্যাব সব সময় অপরাধ দমনে সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’
0 coment rios: