কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ০৮ ফেব্রæয়ারী উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।বুলবুলী খাতুন (৫৩) উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের নুর ইসলাম সাজুর স্ত্রী।
কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান জানান, আজ শনিবার সকাল ১০ টার দিকে বসতবাড়ীর শয়নের ঘরে ওই নারী গলাকাটা লাশ বসতঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পায় পরিবারের লোকজন। নিহতের স্বামী ও পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশী লোকজন বাড়ীতে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহসহ ধারালো বটি উদ্ধার করেছে।নিহতের ছোট ছেলে আব্দুল কুদ্দুস জানান, তার মা মানসিক রোগে আক্রান্ত। আজ সকালে পরিবারের লোকজনরা বাড়ীর বাহিরে কাজেকর্মে ব্যস্ত ছিল। এ সময় মানসিক ভারসাম্য হারিয়ে ধারালো বটি দিয়ে তার মা নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।নিহতের বৃদ্ধ স্বামী নুর ইসলাম সাজু বলেন, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত তার স্ত্রীর চিকিৎসা চলছে। আজকে ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে কেন এমন ঘটনা ঘটাবে তিনিও বলতে পারেন না। জানতে চাইলে কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ আজ শনিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 coment rios: