রংপুর প্রতিনিধি: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামে এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ৮:৩০ মিনিটে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরিচ ক্ষেতে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে।
সিআইডি রংপুরের ক্রাইম সিন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ টিমের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম দেলোয়ারা (৩১), পিতা মৃত রবিউল ইসলাম, মাতা মৃত তমেনা বেগম। স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা ফকির পাড়া। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর, ফুলপুকুরিয়া।
প্রাথমিক তদন্তে জানা যায়, অজ্ঞাতনামা আসামি বা আসামিরা ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ৭ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ এর মধ্যে কোনো এক সময়ে দেলোয়ারাকে হত্যা করে মস্তক বিচ্ছিন্ন করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
তদন্তের অংশ হিসেবে পীরগঞ্জ থানার একটি চৌকস টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি করে মোঃ আতিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাশে কলাবাগান থেকে একটি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। সেখানে একটি ছবি, সিম কার্ডসহ কাগজে লিখিত কয়েকটি মোবাইল নম্বর পাওয়া যায়। তথ্য-প্রযুক্তির সহায়তায় মৃতার সঠিক পরিচয় শনাক্তের পর গোপন ও প্রকাশ্যে তথ্য বিশ্লেষণ করে মোঃ আতিকুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
৮ ফেব্রুয়ারি সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আতিকুল কালো বোরখা পরিহিত অবস্থায় তার নিজ বাড়িতে এসেছে। পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে আতিকুল ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চতরা ইউনিয়নের করতোয়া নদীর কিনারে টোংরার দও নামক স্থান থেকে দেলোয়ারার খন্ডিত মস্তক উদ্ধার করা হয়।
মামলাটি মূল রহস্য উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
রংপুর জেলা প্রতিনিধি
0 coment rios: