কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শ্রী অন্তর (পিতা মোংলু, সাং শিবু চৌরাস্তা) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি চ্যানেল ইন্ডিপেনডেন্টের একটি ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন মন্তব্য করেছিলেন। উক্ত পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক বক্তব্য ছিল, যেখানে তিনি সৌদি আরবের খালি জায়গায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে স্থানীয়দের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আজ (৭ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাউনিয়া থানার পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
0 coment rios: