রংপুর প্রতিনিধিঃ রংপুর, ৬ ফেব্রুয়ারি ২০২৫: রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ সকাল ১০:০০ টায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইম।
সভায় জানুয়ারি ২০২৫ মাসের রংপুর জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার পাশাপাশি মামলাগুলোর তদন্ত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে এবং পুলিশি কার্যক্রমকে আরও পেশাদার ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার। এছাড়াও, বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করা হয়।সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব আসিফা আফরোজা আদরীসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সভা নিয়মিত আয়োজন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
0 coment rios: