কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও রংপুরের কাউনিয়ায় সেচ্ছাসেবী সংগঠন "পাশে আছি সামাজিক সংগঠন" এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কাউনিয়া মহিলা কলেজ হলরুমে উপজেলার প্রায় তিন শতাধিক
শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ।এ সময় পাশে আছি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মাসুদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল লতিফ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পাশে আছি সামাজিক সংগঠনের কোষাদক্ষ ইব্রাহিম খলিল, ক্রীড়া সম্পাদক মোকছেদ আলী, সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ, মঞ্জুরুল আহসান শামীম প্রমুখ।
0 coment rios: