কাউনিয়া (রংপুর): তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে রোববার বিকেলে কাউনিয়ায় গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রংপুরের জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে এম তারিকুল আলম,অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি,আলহাজ্ব এমদাদুল ভরসা,একে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক,বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আতিক মোজাহিদ,আবু সাঈদ লিয়ন প্রমূখ।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে এবং জনগণের মতামত নিয়ে তা বাস্তবায়ন করা হবে। নদী ভাঙন রোধে মার্চের মধ্যে কার্যক্রম শুরু হবেআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভারতকে চাপ দিয়ে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা হবে এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারত শুষ্ক মৌসুমে পানি আটকে তিস্তাকে মরুভূমিতে পরিণত করেছে, তাই আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।
স্থানীয় বাসিন্দারা ত্রাণ বা আশ্বাস নয়, বরং পরিকল্পিত তিস্তা প্রকল্পের বাস্তবায়ন দাবি করেন। বক্তারা নদী শাসন, ড্রেজিং, বাঁধ নির্মাণ, কৃষি উন্নয়নসহ নানা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
0 coment rios: