কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম বহাল রাখার দাবিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ২০ অক্টোবর দুপুরে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় স্হানীয় সরকার উপদেষ্টা বরাবর স্বারক লিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সদস্য সচিব ও কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ ,বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মোঃরাশেদুল ইসলাম ,হারাগাছ ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ,ইউপি সদস্য আলহাজ্ব আমিরুল ইসলাম পলাশ,সোহরাব হোসেন,মোছাঃ বিউটিখাতুন প্রমুখ। এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সদস্য সচিব ও কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বলেন,আমরা তৃণমূলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং শতকরা ৬৫ শতাংশ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবদি সরকারি সব সেবাদানে আমরা কখনো কারো সঙ্গে রাজনৈতিক বিবেচনায় কোনো আচরণ করিনি। দলমত নির্বিশেষে সব দল ও মতের মানুষকে সমানভাবে সেবাদান করে আসছি। বর্তমান অন্তর্র্বতী সরকারের সহযোগী হিসেবে আমরা প্রতিদিন অফিস করে আসছি, যাতে করে জনসাধারণের সেবাদান ব্যাহত না হয়। ইউনিয়ন পরিষদে কী কী সেবা দেওয়া হয় তা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ভিজিএফ-এর চাল বিতরণ, ভিডব্লিউডি-এর চাল বিতরণ, টিসিবি পণ্য বিক্রি, কৃষি ও মৎস্য প্রণোদনা বিতরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়ে থাকে, যা বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দিন রাত এক করে পরিশ্রম করতে হয়।ওয়ারিশান সনদপত্র, চারিত্রিক/নাগরিক সনদপত্র, জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধনের মতো জনগুরুত্বপূর্ণ কাজগুলো ইউনিয়ন পরিষদ থেকেই হয়ে থাকে।দেশের প্রান্তিক পর্যায়ে গ্রাম-মহল্লায় বিভিন্ন সালিশ দরবার তথা নতুন রাস্তা নির্মাণ, পুরনো রাস্তা মেরামত, সরকারি সেবাদানের প্রতিষ্ঠানগুলোকে ইউনিয়ন পরিষদের মাধ্যমেই রক্ষণাবেক্ষণ হয়ে থাকে।অন্তর্র্বতী সরকারের কাছে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিবেদন করতে চাই, জনগণের দেওয়া আমাদের ওপর পবিত্র অর্পিত দায়িত্ব মেয়াদ পর্যন্ত পালন করে যেতে চাই। আমাদের দাবি একটাই, আমাদের যেন অপসারণ করা না হয়।
0 coment rios: