সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, October 13, 2024

কাউনিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো দুর্গোৎসব

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ  কাউনিয়া প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। মন্ডপে মন্ডপে তাই বিদায়ের সুর। অসূর বধ ও সকল অকল্যাণ দূর করে আজ দেবী ফিরে যাবেন কৈলাশে। যাওয়ার সময় ভক্তদের জন্য রেখে যাচ্ছেন সুখ, সমৃদ্ধি ও আশীর্বাদ। সিঁদুর খেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীর সকাল শুরু হয় নানা উপাচারে দেবীর অর্চনা দিয়ে। 


মন্ডপে মন্ডপে তখন ঢাকের বাজনায় মুখোরিত। এরই মধ্যে ভক্তরা পেলেন নতুনকে আলিঙ্গন করার মঙ্গল বারতা। বিসর্জনের বাজনায় আবাহনের সুর মিশিয়ে আগামীর অপেক্ষায় ভক্তরা মা দুর্গাকে বিদায় জানালেন- ‘আবার এসো মা’ বলে।জানা গেছে, কাউনিয়া উপজেলায় ৭২টি পূজা মন্ডপে দশমীর বিহিত পূজার পর দেবীর চরণ ছুঁয়ে শেষবারের মত আলিঙ্গন করেন ভক্তরা পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দশমীর পূজা-অর্চনা। নানা উপাচারে পর ঘট বির্সজন করেন ভক্তরা। 

এরপর শুরু হয় সিঁদুর খেলা। এর মধ্য দিয়ে অসূর বধ ও সকল অকল্যাণ দূর করে মর্ত ছাড়বেন দেবী, ফিরে যাবেন স্বামীগৃহ- কৈলাশ ধামে। দুঃখ-দুর্দশা-বিপদ-আঘাত অতিক্রম করে তিমির বিনাশী হওয়ার প্রার্থনা জানান ভক্তরা। রবিবার (১৩ অক্টোবর) দুপুর থেকে উপজেলাসদরসহ আশপাশের এলাকার বিভিন্ন মন্ডপ থেকে প্রতিমাগুলো নিয়ে আসা হয় তিস্তা নদীর ঘাটে। শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে ৭২টি পুজামন্ডপ সমূহে যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যে গোয়েন্দা নজরদারীসহ সেনাবাহিনির টহল তৎপরতা জোরদারের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত ছিল পুলিশ,আনছারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনি । 

প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ ও আনসার সদস্যরা। কাউনিয়া থানা অফিসার ইন-চার্জ এসএম শরিফ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব,এ উৎসব যেন পূজারিগন সুন্দর ও আননন্দ ভাবে উৎযাপন করতে পারে এ জন্য কাউনিয়ায় মোট ৭২টি মন্ডপের মধ্যে ৬৮ টি কাউনিয়া থানার আয়ত্তে ও বাকি ৪টি হারাগাছ থানার আয়ত্তে। আমার ৬৮ টি মন্ডপেই কড়া নজরদারিতে রেখেছি। এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, আমরা কন্ট্রোল রুম এর মাধ্যমে পুজার সার্বক্ষণ নজরদারি করেছি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আনন্দঘন পরিবেশে সব মন্ডপে জায়গায় পূজা উদ্যাপিত হয়েছে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: