কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের প্রয়াত মহাপরিচালক আশরাফুল হক ভরসার ১১তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে স্কুলের হল রুমে পরিচালক এ আর এম মুজিবুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ,হারাগাছ বহমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকছুদার
রহমান,হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী পরিচালক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, শিক্ষা সচিব মাওলানা আনোয়ারুল ইসলাম,প্রধান শিক্ষক মোঃ মশিয়ার রহমান বসুনিয়া,এসময় উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পলাশ,হারাগাছ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর আলম, হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী পরিচালক এসএম রব জুপিটার, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম,উপ পরিচালক আলমগীর হোসেন, ডাক্তার জামাল হোসেন, আশরাফুল ইসলাম প্রমূখ।বক্তারা বলেন প্রয়াত মহাপরিচালক আশরাফুল হক ভরসা একজন শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তি ছিলেন তার প্রচেষ্ঠায় এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। তার আর্থিক সহযোগিতায় স্কুলের ভবন নির্মাণ সহ নানা উন্নয়ন হয়েছে। তিনি এলাকার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।পরে প্রয়াত মহাপরিচালক আশরাফুল হক ভরসার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে এবং শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে তবারক বিতরণ করা হয়েছে।
0 coment rios: