সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Friday, October 11, 2024

কাউনিয়ায় কচুরিপানার চাপে ভেঙে পড়ে ব্রীজের সংযোগ-অতপর অপসারণ-দ্রুত সেতু নির্মাণের দাবি

কাউনিয়া রেংপুর) প্রতিনিধি ঃ নদী আমাদের পরম বন্ধু। নদীকে ঘিরে বহুমানুষের চলে জীবন জীবিকা। নদীর বিশুদ্ধ হাওয়া শরীর ও মনকে যেমন পুলকিত করে তেমনি কৃষি ক্ষেত্রে রাখে অনেক বেশী অবদান। নদী নানাভাবে মানুষের উপকার করে। নদীর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না।

এই সব বিবেচনায় নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও এলাকাবাসীর যাতায়তের সুবিধার জন্য কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ানের গোপিডাঙ্গা মোলভীবাজার এলাকায় তিস্তার শাখা নদীতে দীর্ঘদিন যাবত আটকে থাকা কচুরিপানা সেতুতে পানি প্রবাহ বন্ধ হয়ে য়ায়, ফলে বন্যায় সেতরু দুই পাড় ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে ১০হাজার মানুষ।

এলাকবাসীর দাবীর প্রেক্ষিতে আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার প্রায় তিনশতাধিক শ্রমিক দিয়ে নদী থেকে পানা পরিস্কারের কাজ শুরু করেন এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। এলাকার লোকজনও এ সময় সহযোগিতা করে। এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল,


সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,মোঃ আমজাদ হোসেন, অত্র এলাকার আমিরুল ইসলাম আমির, শহিদুল ইসলাম, সুজন, আঃ জলিল, শাকিল, মাহালম, আবেদ আলী, সুমন, ছাত্র রিদয়, সবুজ, আজাদ প্রমূখ। পানা পরিস্কারের সময় আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান বলেন এলাকার সাধারন মানুষ তাকে জানায় পানা পরিস্কার করেদিলে উপজেলা প্রশাসন থেকে সেতুর দুই পাড় ঠিক করে যোগাযোগ স্বাভাবিক করবে।

মানুষের যাতায়তের ব্যবস্থা হলে চরের বিভিন্ন ফসল সহজেই শহরে নিয়ে বিক্রি করে ভাল পারিশ্রমিক পাবে কৃষক। এছারাও নদী পরিস্কার হলে এখানে অনেক বেশী মাছ উৎপাদন হবে আর সেই মাছ ধরে অনেক মানুষ জীবীকা নির্বাহ করতে পারবে। এসব কারণ বিবেচনায় নদীর কচুরিপানা পরিস্কারের এই উদ্যোগ গ্রহন করি। তার এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: