কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম,পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে রোপা আমন ধান (ব্রিধান ৮৭) এর ফসল কর্তনের মাঠ দিবস শহিদবাগ ইউনিয়নের খামারের হাট ব্লকে অনুষ্ঠিত হয়। ব্লকে ১৫ জন কৃষকের গ্রুপে ৫ একর জমিতে ধান চাষ করে। কোন রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ না করে গ্রুপের কৃষক নুরনবী নিজ উদ্যোগে ট্রাইকো লিচেট উৎপাদন করে তার ধানের জমিতে ছত্রাকনাশক হিসেবে শুধুমাত্র লিচেট ব্যবহার করে কাঙ্খিত ফলন পেয়েছে।তাদের উৎপাদিত বীজের গুণগতমান অনেক ভালো হওয়ায় লোকাল বাজারসহ অত্র এলাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ও বীজ হিসেবে বিক্রি হচ্ছে। বিএডিসি গত দুবছর যাবত তাদের বীজ কিনে নিচ্ছে। গ্রুপটি প্রকল্প থেকে লাইসেন্স প্রাপ্ত এবং বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রতিটি কাজ অনেক যত্ন সহকারে বাস্তবায়ন করে আসছে।
উক্ত মাঠ দিবসে উপস্থিত অত্র প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ সাইফুল আলম,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার: সজল সরকার, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, মোঃ সাইয়েদুল ইসলাম, হোসনে আরা বেগম এবং গ্রুপের সদস্য বৃন্দ। অনুষ্ঠানে ব্রিধান ৮৭ সহ রোপা মৌসুমের স্বল্পমেয়াদী এবং উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধান চাষের গুরুত্ব, সরিষার আবাদ বৃদ্ধির কৌশলসহ বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে।
.jpg)
.jpg)

0 coment rios: