সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, November 16, 2023

তফসিলকে স্বাগত জানিয়ে কাউনিয়া আ.লীগের আনন্দ মিছিল

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে কাউনিয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে তকিপল বাজার আওয়ামীলীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কে প্রায় দুই হাজার নেতাকর্মীকে নিয়ে আনন্দ মিছিল করেন। নেতাকর্মীরা আনন্দ র‌্যালি বের করে”শেখ হাসিনা সরকার, বার বার দরকার। ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন” স্লোগানে স্লোগানে মুখরিত হয় মিছিলটি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ মোঃ জমসের আলী,জাহাঙ্গীর আলম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান মোঃ আনছার আলী,টেপামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম,বালাপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান,ছাত্রলীগের আহবায়ক হুমায়রা ইসলাম চাদনী,যুগ্ন আহবায়ক মোঃ জামিল হোসাইনসহ অংগসংগঠনের শত শত নেতাকর্মীরা ওই মিছিলে অংশনেন।নেতারা বলেন, নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: