মোঃ মোশারফ হোসেন ,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ ১৮-১১-২৩ শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব -২এবিএম সরোয়ার সরকার (জীবন) এর ছোট ভাই ও কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল
মাসুদ (হিমেল) এর ভগ্নিপতিমরহুম একেএম জাকারিয়া আলম সরকার (চন্দন)এর ৪ম মৃত্যুবার্ষিকি উপলক্ষে কাউনিয়ার বিভিন্ন মসজিদে কোরআন খতম, বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কাউনিয়ার সাবেক এ নেতা তার বোন জামাই এর রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।


0 coment rios: