স্টাফ রিপোর্টার:হরতাল-অবরোধে জ্বালানি তেল বহনকারী লরিসমূহকে নির্বিঘ্নে চলাচলে রংপুর অঞ্চলে সহায়তা দিচ্ছে র্যাব-১৩। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট ও সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অবরোধে জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখতে বুধবার সিলেট থেকে পদ্মা অয়েল কোম্পানির মোট ৪৭টি ট্যাংকলরি অকটেন এবং পেট্রোল নিয়ে বৃহস্পতিবার সকালে রংপুর এবং পার্বতীপুরে আসে। যার দশটির গন্তব্যস্থল রংপুর সদর পেট্রোলিয়াম ডিপো এবং ৩৭টির গন্তব্যস্থল পার্বতীপুর পেট্রোলিয়াম ডিপো। ট্যাংকলরিকে র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় এসকর্ট দিয়ে নিরাপদে তেল খালাস করে। পরে পুনরায় খালি ট্যাংকলরিগুলোকে নিজ দায়িত্বপূর্ণ এলাকায় এসকর্ট প্রদান করে নিরাপদে পৌঁছে দেয়।এ বিষয়ে র্যাব-১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট ও সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, হরতাল-অবরোধকে উপেক্ষা করে জনসাধারণের স্বার্থে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব প্রতিনিয়ত টহল দিয়ে আসছে। র্যাবের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। র্যাব-১৩, বিজিবি, পুলিশ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টহল দল ১০ টি গাড়ি এবং ৩৭ টি গাড়ির কনভয় দুটি কে এসকর্ট করে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়েছে।


0 coment rios: