রতন রায়হান, রংপুর।
বহুল প্রত্যাশিত হারাগাছ পৌরসভার বাংলা বাজার এলাকায় গোল্ডেনেরঘাট ব্রীজের টেন্ডার আজ সোমবার দুপুর ২ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৩ বছর ধরে সাঁকোটির দিয়ে দু’পাড়ের জনসাধারণ চলাচল করত।
দীর্ঘ সাঁকোটিতে চলাচলে অনেক সময় দুর্ঘটনার সম্মূখীন হয়েছে অনেকেই। তাই হারাগাছ পৌরসভা তথা সাঁকোটির দু’পাড়ের মানুষের প্রাণের দাবি ছিল ব্রীজ নির্মাণের। হারাগাছ পৌরসভার আয়তনের ম্যাপ অনুযায়ী বেশির ভাগেই আয়তন চর এলাকায়। বিস্তৃত চর এলাকায় বসবাসকারী জনসাধারণের কথা ও ব্যবসা বাণিজ্য প্রসারের কথা চিন্তা করে হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক এরশাদ এর অক্লান্ত পরিশ্রমে ব্রীজটি নির্মাণের উদ্দ্যেগ নেন। এ ব্যাপারে হারাগাছ পৌরসভার সহকারী প্রকৌশলী মর্তুজা এলাহী বলেন ডিসেম্বরেই ব্রীজের কাজ শুরু হবে। ২০২৪ সালের জুন মাসে ব্রীজটির কাজ সম্পন্ন হবে। ব্রীজ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১ লক্ষ টাকা। উল্লেখ্য হারাগাছ পৌরসভায় বিগত সময়ের মেয়র গণ ব্রীজটি নির্মাণ করার কথা বললেও নির্মাণ করতে পারে নি।
.jpg)

0 coment rios: