কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ কাউনিয়া উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী প্রস্তুতির সকল কার্যক্রম চলমান। এরই ধারাবাহিকতায় নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে কাউনিয়ায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ নভেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪(কাউনিয়া-পীরগাছা) আসনের আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী বানিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপি। উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সহ-সভাপতি,মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মাজেদ আলী বাবুল, জয়নুল আবেদীন, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সদস্য হাকিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের,জমশের আলী, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনছার আলী,টেপামধপুর ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম,বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান, ছাত্রলীগের আহবায়ক হুমায়রা ইসলাম চাঁদনী ও যুগ্ন আহবায়ক মোঃ জামিল হোসাইনসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওর্য়াডের নেতৃবৃন্দ উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন । উক্ত মতবিনিময় সভায় তৃণমূলের নেতৃবৃন্দ অতিসত্বর কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী সামগ্রিক উন্নয়নের চিত্র তৃণমূলের মাঝে তুলে ধরার দাবি তোলেন।
.jpg)

0 coment rios: