সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, November 22, 2023

কাউনিয়ায় প্রান্তিক কৃষকদের কৃষকের অ্যাপ-নিবন্ধনে প্রচারণা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ  ন্যায্যমূল্যে আমন ধান বিক্রি নিশ্চিত করার জন্য কাউনিয়ায় প্রান্তিক কৃষকদের কৃষকের অ্যাপে নিবন্ধনে আগ্রহী করতে অগ্রিম প্রচার কার্যক্রম শুরু করেছে রংপুরের কাউনিয়া উপজেলা খাদ্য বিভাগ। কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে মাইকিং চলছে। লিফলেট দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষকরাও নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন। টেপামধুপুর ইউনিয়নের কৃষক আব্দুল বাতেন বলেন, আমন ধান কাটা শুরু করেছি। লিফলেট পেয়েছি। ভাবছি খুব তাড়াতাড়ি নিবন্ধন করব। কুর্শা ইউনিয়নের কৃষক মোশারফ হোসেন বলেন, আমার মতো অনেক কৃষকই নিবন্ধনের বিষয়ে আগ্রহী। ধান সংগ্রহে অনিয়ম রোধে কৃষকের অ্যাপের' মাধ্যমে আমন ধান সংগ্রহ কার্যক্রম চালিয়ে থাকে খাদ্য বিভাগ।এ অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনে সরকার। 

কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সোহেল আহ্মেদ বলেন, কৃষকদের সচেতন করতে আমরা গত বৃহস্পতিবার থেকে মাইকিং চলমান রেখেছি। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রচার কাজ চলবে। আমাদের উপজেলা থেকে ৪১২ মেট্রিক টন ধান প্রতি মণের দাম ১ হাজার ২শতটাকা ও ৬৩৪ মেট্রিক টন চাল প্রতি মণের দাম ১ হাজার ৭শত ৬০টাকা দরে কিনবে সরকার। কৃষকের অ্যাপ এর সুবিধা  সময়, খরচ, হয়রানি ও ভোগান্তি কমবে,মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকবে না। ধান সংগ্রহের সময়সীমা নির্ধারন করা হয়েছে ২৩ নভেম্বর ২০২৩ ইং থেকে ২৯ ফেব্রয়ারি ২০২৪ ইং পর্যন্ত । কৃষকের অ্যাপের বিষয়ে প্রান্তিক কৃষকদের যেন সবরকম সহযোগিতা করা হয়। কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন বলেন, কৃষকের অ্যাপে খুব সহজে নিবন্ধন করা যায়। কৃষক নিবন্ধনের জন্য যা প্রয়োজন১. জাতীয় পরিচয়পত্র ২. মোবাইল নম্বর। এরপরও যদি কেউ সেটি করতে না পারেন, আমাদের জানালে আমরা করে দেবো। কাউনিয়ায় এবার মোট ১১হাজার হাজার  ৪৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত ৬ শতাংশ ধান কাটা হয়েছে।  নিবন্ধনের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা,পৌরসভা/ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগাযোগ করুন। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: