কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) কাউনিয়া থানা চত্বরে থানা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ'র সভাপতিত্বে এবং থানার পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চক্রবর্তী, সাংবাদিক মোস্তাক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার প্রমূখ। সভায় সম্প্রীতি বজায় রেখে সুন্দর ও সুশৃংখলভাবে শারদীয় দুর্গোৎসব সম্পূর্ণ করার উপরে আলোচনা করা হয়। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার বাহিনী ছাড়াও সিভিলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলেও জানা গেছে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে দূর্গা পূজা চলাকালীন সময়ে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।


0 coment rios: