এস আই সবুজ (পাটগ্রাম) প্রতিনিধি : লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্থ ২৮০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার (৭ অক্টোবর)
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবয়ানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থয়ানে গত ৪ অক্টোবর সিকিমের পানিতে তিস্তা নদীর ভয়াবহ বন্যায় দহগ্রাম ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ নদী তীরবর্তী ২৮০টি পরিবারের মাঝে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবন ১ কেজি, চিনি ১ কেজি, হলুদ গুড়া, মরিচ গুড়া ও ধনিয়া গুড়া।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি , উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, খোরশেদ আলম রেজা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাফিউল আলম বাবলু, দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


0 coment rios: