সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Monday, October 9, 2023

কাউনিয়ায় ৫০ বছর পর শহীদ এর নাম মুছে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দেশ স্বাধীন হওয়ার পর ক্যাপ্টেন মনসুর স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় শহীদ মোফাজ্জল হোসেনকে স্মরণ করতে ১৯৭৩ সালে রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে শহীদ মোফাজ্জল তোরণ নির্মাণ করেন। পরবর্তীতে স্টেশনের উন্নয়ন কাজ করতে গিয়ে তোরণটি ভেঙ্গে ষ্টেশনে অবস্থিত ওভার ব্রীজটির নাম করণ করা হয় শহীদ মোফাজ্জল হোসেন ওভার ব্রীজ। কিন্তু প্রায় ৫০ বছর পর কাউনিয়া জংশন স্টেশন অভার ব্রীজের সংস্কার করতে গিয়ে শহীদ মোফাজ্জল হোসেনের নাম মুছে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সরেজমিনে স্টেশনে গিয়ে দেখাগেছে, কয়েকদিন আগে রেলওয়ে কর্তৃপক্ষ অভার ব্রীজের সংস্কার কাজ করে। কাজ করা শেষে রং করতে গিয়ে শহীদ মোফাজ্জল হোসেনের নাম মুছে ফেলে কাউনিয়া জংশন স্টেশন লিখেছে। জানাগেছে ১৯৭১ সালের ৪ এপ্রিল লালমনিরহাট রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে রিকশা স্ট্যান্ডে ডাঃ আব্দুর রহমান, ডাঃ মোক্তাদির, ডাঃ এ জি আহমেদ ও শহীদ মোফাজ্জল হোসেনসহ পাঁচ শতাধিক লোককে ধরে নিয়ে গিয়ে পাকবাহিনীরা ব্রাশ ফায়ার করে হত্যা করে। সেই হত্যাকান্ডে শহীদ হন কাউনিয়ার কৃতি সন্তান মোফাজ্জল হোসেন। শহীদ মোফাজ্জল হোসেন ১৯১২ সালের ২০ জানুয়ারি রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের বারি উদ্দিন সরকারের পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় প্রবীন গনেষ চন্দ্র (১০১) বলেন, মোফাজ্জল হোসেনের মতো একজন শহীদ মুক্তিযোদ্ধা নাম জংশন স্টেশন থেকে মুছে ফেলায় শুধু তাকেই অপমান করা নয় সকল মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। যারা শহীদের নাম মুছে ফেলতে পারেন তা অবশ্যই স্বাধীনতা বিরোধী শক্তি। লালমনিরহাট শহীদ মিনারে অন্যান্য শহীদদের নামের সাথে তার নামটি লেখা আছে। বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম বলেন, স্বাধীনের পর ১৯৭৩ সালে স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী ক্যাপ্টেন মনছুর কাউনিয়া স্টেশনে শহীদ মোফাজ্জল হোসেন তোরণ উদ্ধোধন করা হয়। পরবর্তীতে ১৯৭৮/৭৯ সালে সেটি ভেঙ্গে ফেল্লে কাউনিয়া ষ্টেশনে রেল অবরোধ করে তৎকালীন লালমনিরহাটের ডিআরএম এবং কাউনিয়া ষ্টেশন মাষ্টার আঃ কুদ্দুসসহ ওভার ব্রীজটির নাম করণ করেন শহীদ মোফাজ্জল হোসেন ওভার ব্রীজ। সেই থেকে তার নামেই ছিল। যারা নামটি মুছে ফেলেছে তারা অবশ্যই স্বাধীনতার বিপক্ষের। তিনি বিষয়টিতে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, শহীদ মোফাজ্জল হোসেনের ওভার ব্রীজ থেকে মুছে ফেলায় আমি বিষ্মিত। এ বিষয়ে কাউনিয়া স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান আমি নতুন এসেছি, আমি কিছুই জানি না। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাব। এ বিষয়ে আমার উর্ধতন কর্তৃপক্ষ ভাল বলতে পাড়বে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহী জোনের সিএমই/পশ্চিম, আব্দুল মতিন চৌধুরী বলেন আমরা নাম মুছে ফেলার বিষয়টি খতিয়ে দেখছি কেন এরকম হলো। শহীদ মোফাজ্জল হোসেনের ছেলে ও সাবেক জাতীয় দলের ফুটবলার মোসাব্বের হোসেন বলেন আমার বাবার স্মৃতি রেলওয়ে কর্তৃপক্ষ মুছে ফেললো এটা খুবই দুঃখ জনক। পুনরায় তার বাবার নাম অভারব্রীজে লেখার দাবী জানান রেল কর্তৃপক্ষের কাছে। মোফাজ্জল হোসেনের নাম মুছে ফেলায় মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী বিস্মিত। কাউনিয়া এলাকাবাসী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সকলের দাবী যারা শহীদ মোফাজ্জল হোসেনের নাম মুছে ফেলেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শান্তি প্রদানের।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: