কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ সোনালী ব্যাংক কাউনিয়া শাখা থেকে বিকাল সারে তিনটার দিকে টাকা তুলে গেট পার হওয়ার সময় অনিতা রানী নামের এক নারীর কাছ থেকে এক লাখ টাকা মধ্য টানা হেচরা করে ৫৬ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে।
এ ঘটনায় ওই নারী বারবার জ্ঞান হারিয়ে ফেলে এ সময় তার সঙ্গে থাকা নবম শ্রেণিতে পরুয়া ছেলে মাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে।রবিবার (০৮ জানুয়ারী ) বিকাল সারে তিনটায় কাউনিয়া সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে। ওই নারী কাউনিয়া উপজেলা সদর ইউনিয়নের তালুক সাহাবাজ গ্রামের শ্রী নিবারন চন্দ্রের স্ত্রী।অনিতা রানী জানান, টাকা নিয়ে নিচতলা গেটের কাছে গেলে মটর এর কাছ থেকে একজন লোক এসে মহিলাকে বিয়ানী বলে আর উনার ছেলেকে বলে হামাক চেনেন না,ব্যাগ এ কি টাকা দেখি বলে তার সঙ্গে ধস্তাধস্তি করে এক লক্ষ টাকার বান্ডিল এর থেকে ৫৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আর অনিতা রানী বাকী টাকা নিয়ে মনে করে যে সব টাকা আছে। পরে পার্শে ভাতিজার কাপরের দোকানে গিয়ে দেখে ৪৪ হাজার টাকা বাকী টাকা কেড়ে নিয়েছে। পরে স্থানীয়রা দৌড়ে কাছে গিয়ে কাউকে পায়নি। ওই নারীর ছেলে দিপুর ভাষ্যমতে, সে তার মায়ের সঙ্গে পল্লি দ্রারিদ্র থেকে দেয়া চেকের এক লাখ টাকা তুলতে কাউনিয়া সোনালী ব্যাংকে এ যায় ।নিচে নেমে তারা ব্যাংক এর নিচতলা গেট এর কাছে গেলে এ ঘটনা ঘটে। ওই লোক আত্মীয় পরিচয়ে টাকার ব্যাগ নিয়ে টানাটানি করেন। একপর্যায়ে ব্যাগ থেকে কিছু টাকা উঠিয়ে নেন। সোনালী ব্যাংক কাউনিয়া শাখার ম্যানেজার বিপ্লব কুমার মহন্ত বলেন, ছিনতাই এর ঘটনা আমি জানিনা আপনাদের মাধ্যমে জানলাম বিষয়টি কাউনিয়া থানায় অবগত করতেছি।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, আমি থানায় নেই, কাজে বাইরে আছি। ছিনতাইয়ের বিষয়ে আমি কিছু জানি না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
0 coment rios: