মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার, রংপুর। রংপুর জেলা মৎস্যজীবী লীগের কেন্দ্র থেকে কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে কৃষিবিদ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক হিসেবে শ্রী সুধীর চন্দ্র জীবন কে কমিটিতে অন্তর্ভূক্ত করেছেন।
৭ই অক্টোবর রোজ সোমবার রংপুর মহানগর শিল্পকলা একাডেমি হলে রংপুর জেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত কাউন্সিলরবৃন্দের সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের পরামর্শে রংপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন। এই কমিটি ১৫ দিনের মধ্যে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটির তালিকা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবর প্রেরন করার জন্য নির্দেশ দিয়েছেন।
0 coment rios: