হারাগাছ রংপুর সংবাদ দাতাঃ- হারাগাছের বিশিষ্ঠ শিল্পপতি দানবীর শিক্ষানুরাগী সমাজ সেবক সোনার চাঁদ বিড়ির মালিক নুর মোহাম্মদ এর সুযোগ্য পুত্র হারাগাছ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্ঠা মোতাব্বেল হোসেন টিটোকে সম্মাননা ক্রেসট প্রদান করেছেন হারাগাছ প্রেস ক্লাব। এ সময়
উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল হাসান বুলেট সহ সাংবাদিক সাগর,রতন রায়হান, বাপ্পি প্রমুখ। উল্লেখ হারাগাছ প্রেস ক্লাবের শুরু থেকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করে আসছেন। তাঁরেই ধারাবাহিকতায় তাকে এই সম্মাননা ক্রেস প্রদান করা হল। এ সময় মোতাব্বেল হোসেন টিটো বলেন যে, সাংবাদিকদের জাতির দর্পণ বলা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন একজন সাংবাদিককে অনেক উপরে নিয়ে যায়। হলুদ সাংবাদিককে পরিহার করেন। সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে আপনাদের। তাহলেই সাংবাদিকতাই সফলতাই আসবে। তার পাশাপাশি হারাগাছ প্রেস ক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


0 coment rios: