কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৬ জানুয়ারি) সোমবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দ্বিতীয় পর্বে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করছে। আগামীকাল সারা দেশের ৫০টি মডেল মসজিদ
উদ্বোধনের মধ্যে রংপুরের কাউনিয়ায় নির্মিত অত্যাধুনিক উপজেলা মডেল মসজিদও উদ্বোধন হবে। কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া(গোপালগঞ্জ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এ মসজিদ নির্মাণ করা হয়েছে। এ মডেল মসজিদে একসঙ্গে কয়েক'শ মুসল্লি নামাজ আদায় করতে পারবে। রোববার (১৫ জানুয়ারি) সরেজমিন মসজিদ ঘুরে দেখার পর মসজিদের উদ্বোধন বিষয়ে জানতে চাইলে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কাউনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাহমিনা তারিন বলেন, ইতিমধ্যে উপজেলা মডেল মসজিদটির নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য মডেল মসজিদের ন্যায় এই মসজিদটিও উদ্বোধন করবেন। ইউএনও মোছাঃ তাহমিনা তারিন আরো জানান, আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত সুবিশাল এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণাকেন্দ্র, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষাকেন্দ্র ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থাকবে। উক্ত মডেল মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে।রংপুর জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম বলেন, কাউনিয়া উপজেলার সবচেয়ে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) কাউনিয়া উপজেলা মডেল মসজিদের উদ্বোধন হবে। কাউনিয়া উপজেলায় এমন দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
0 coment rios: