কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুর জেলার কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর মহেশা গ্রামের শ্রী লঙ্কেশ্বর বর্মন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের
করেছেন। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায় শ্রী লঙ্কেশ্বর বর্মন দীর্ঘদিন যাবৎ তার পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছিল। কিন্তু আর এস রেকর্ডভুক্ত হলে বিপত্তি বাজে।ভুলবশত আর এস রেকর্ড শ্রী কার্তিক চন্দ্র গংয়ের নামে রেকর্ড ভুক্ত হয়। এমতাবস্থায় শ্রী লংকেশ্বর বর্মন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অন্য -১৮০/২০২২ মামলা দায়ের করেন। কিন্তু বিবাদীগন তার মামলা করার বিষয়টি জানতে পেরে বাদির ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে এসে তাদেরকে বাড়ি থেকে বের করে দিযে সেখানে জোর পূর্বক ঘড় বাড়ি নির্মাণের চেষ্টা করে। পরে এই বিষয়টি বিজ্ঞ আদালতের নজরে নিয়ে আসলে বিজ্ঞ আদালত উক্ত নালিশী সম্পত্তি উপরে আইনের ১৫১ধারা মোতাবেক নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। পরে শ্রী কার্তিক চন্দ্র বর্মন গং এই বিষয়টি জানতে পেরে ২৩/০৭/২২ ইং তারিখে রাগে-ক্ষোভে ক্ষিপ্ত হয়ে নালিশী সম্পত্তি যাহার দাগ নং ২৭৬ এর ওপর দলবল ও অস্ত্রসহ সজ্জিত হয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে মানিক মিয়া নামের এক ব্যক্তিকে স্থায়ীভাবে বাড়ি ঘর নির্মাণ করে দেয়। বাদী শ্রী লংকেশ্বর বর্মন জানান এ বিষয়ে কাউনিয়া থানাতেও দরখাস্ত দেয়া হয়েছে। তবে আশা করছি বিজ্ঞ আদালতের মাধ্যমে নেয় ও সঠিক বিচার পাব আমি।
.jpg)

0 coment rios: