বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন কাউনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে নির্বাহী অফিসারের মাধ্যমে রবিবার স্মারকলিপি ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসোসিয়েশনের উদ্দেশ্য বাস্তবায় ও মোবাইল ফোন মেরামত কারিগরি শিল্পের উন্নয়নে ৫দফা দাবী কার্যকর সহ সরকার ও প্রশাসনের সহযোগিতা সম্বলিত স্মারক লিপি কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর কাছে প্রদান করেন কাউনিয়ায় সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদ আলী মন্ডল, সহ সভাপতি নিতিশ কুমার মিত্র নশু।পরে ক্রেস্ট তুলে দেয়া হয় কাউনিয়া থানা ওসি মোঃ মাসুমুর রহমান, সাংবাদিক সারওয়ার আলম মুকুল,সাংবাদিক মোস্তাক আহমেদ, সাংবাদিক আসাদুজ্জামান। ৫ দফা দাবীর মধ্যে রয়েছে মোবাইল ফোন মেরামত পেশাকে স্বীকৃত টেকনিশিয়ান হিসেবে ঘোষনা, অপরাধ বন্ধ ও অপরাধীদের নিরুৎসাহিত করতে পেশা উল্লেখ করে নতুন কঠিন আইন বাস্তবায়ন, সংগঠনের কার্যক্রমের স্বীকৃতি, আরপিএল ব্যবস্থা ও ক্ষুদ্র ঋণ সহযোগিতা।

0 coment rios: