কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের (২০২২-২৩) অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে সর্বমোট ১৮ কোটি ০৪ লক্ষ ৫৪ হাজার ৬৫৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ জুন) বেলা দুপুরে উপজেলার টিপু মুনশি অডিটোরিয়াম হল
রুমে উপজেলা পরিষদের আয়োজনে এবং কার্যকর ও জবাব দিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া,বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদ কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।সভায় বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। বাজেটে উপজেলার মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২০,৯১৬,৫০০ টাকা এবং রাজস্ব ব্যয় ২৩,১৫১,১২৬ টাকা। মোট উন্নয়ন আয় ১৫৭,৩০৩,৫৩২ টাকা এবং উন্নয়ন ব্যয় ১৬৯,৮০৩,৫৩২ টাকা।
.jpg)

0 coment rios: