কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় একটি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করায় পানিতে তলিয়ে গেছে একটি গ্রামের শত পরিবার ও ফসলী জমি। সমাধান না পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়াম্যান বরাবর
গণস্বাক্ষরিত অভিযোগ করেছে ওই গ্রামের শত কৃষক পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার বালাপাড়া ইউনিয়ন এর হরিশ্বর গ্রামে। সরেজমিনে ওই গ্রাম ঘুরে দেখা যায় এমন চিত্র। স্থানীয়দের অভিযোগ, সুফিয়ানের বাড়ী সংলঘ্ন প্রায় ৪০-৫০ বছর পূর্বে জমির ফসল ফলানোর সুবিধার্থে নির্মিত সরকারিভাবে একটি বক্স কালভার্ট করা হয়। এমতাবস্থায় হঠাৎ করে নব নির্বাচিত ইউপি সদস্য মহির উদ্দিন কালভার্টটি ভেঙ্গে মাটি দিয়ে মুখ বন্ধ করে দেয়।এতে জমির ফসল তলিয়ে গেছে বাড়িতে পানি উঠেছে । এলাকাবাসী বিষয়টি ইউপি সদস্য মহির উদ্দিন জানালে তিনি বলেন,এই পানি ছাড়লে এদিকে পানি নিস্কাশন বন্ধ আছে খোলা যাবে না। কোন সমাধান না পেয়ে স্থানীয় লোকেরা গত ২১ জুন গণস্বাক্ষরিত এক অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়াম্যান বরাবর দাখিল করে। স্থানীয় শামসুল হক, আবু সুফিয়ান সহ স্থানীয়রা জানান, সকালেই আমরা কালভার্টটির মুখ খুলে দিয়ে আমাদের সমস্য দুর করার জন্য অনুরোধ করেও খুলে দেয়নি আমরা এর ন্যায় বিচার চাই । আমরা জমিসহ ফসল রক্ষায় প্রশাসনের মাধ্যমে কালভার্টটির মুখ খুলে দেয়ার অনুরোধ জানাচ্ছি। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বলেন,অভিযোগ পেলে সরেজমিনে দেখে সমস্যা সমাধান করা হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন বলেন, অভিযোগ এখনো পাইনি পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রæত সমাধান করা হবে।
.jpg)

0 coment rios: