কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর (রেল স্টেশন) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভান্ডারী (৭০) মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে উপজেলার চাতাল মালিক সমিতির সভাপতি হেনার
চাতালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২২ জুন) সকালে নিজ বাড়িতে দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, পাঁচ কন্যা রেখে যান। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন,সমাজ সেবা অফিসার মোঃ সামিউল আলম,কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান,শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আতিয়ার রহমান সহ এলাকার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ। তার মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
.jpg)

0 coment rios: