সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, June 22, 2022

অসহায় শতবর্ষা বৃদ্ধা জমিলার পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ বুধবার ( ২২ জুন) সকালে ১১ টায় কাউনিয়া হাসপাতালে অসুস্থ জমিলা বেওয়া সাথে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অসুস্থতার খোজ খবর নেন। এর আগে গত ১৮ জুন শারীরিক অসুস্থতার কারনে কাউনিয়া হাসপাতালে ভর্তি হোন এই শতবর্ষের অসহায় বৃদ্ধা।

পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শোনার পর বুধবার সকালে কাউনিয়া হাসপাতালে জমিলা বেগমের সাথে সাক্ষাৎ করেন। এবং তার চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা করেন।এর আগে জমিলা বেওয়ায় অসহায়ত্বের কথা তুলে ধরে সাংবাদিক মোঃ আশরাফুল হাবিব তুষার,মোঃ আসাদুজ্জামান,মোঃ সাইফুল ইসলাম,জসিম বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে। পরে বিষয়টি ইউ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ এর নজরে আসলে তিনি তাৎক্ষণিক জমিলার বিষয়ে খোঁজখবর নেন অসহায় বিবি জমিলা সরকারের পক্ষ থেকে (ক শাখার) ঘর প্রদান করার কথা বললে জমিলা সেখানে যেতে অনিহা প্রকাশ করেন। (কারণ তিনি যেখানে আছেন সেখানে আশেপাশের সবাই সবসময় তার খোঁজখবর নেন এবং সহযোগিতা করেন। নতুন জায়গায় গেলে তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি সমস্যায় পড়বেন।) তাই তাকে বর্তমানে যে জায়গায়টি তে আছে সেটিতে চেয়ারম্যান তার নিজস্ব তহবিল হতে তাকে একটি টিনের ঘর ও টিনের বাউন্ডারী করে দেন । এবং ভবিষ্যতে যে কোন ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ। উল্লেখ্য জমিলা বেওয়া (১১০) রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পুর্ব চান্দঘাট এলাকার বাসিন্দা। ২ সন্তানের জননী জমিলা বেওয়ার একমাত্র ছেলে সেও প্রতিবন্ধী। এলাকার মানুষের ও অন্যের সাহায্য-সহযোগিতায় মানবতার জীবনযাপন করছিলেন তিনি। অবশেষে কূর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ তার পাশে এসে দাঁড়ালেন এবং ভবিষ্যতেও যেকোন ধরনের সহযোগিতায় পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: