কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় টেপামধুপুর ইউপির নিলাম খরিদা সদরা গ্রামে গত বুধবার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক এনজিও কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের
নিলাম খরিদা সদরা গ্রামে ঠ্যাঙ্গামারা সবুজ সংঘ (টিএমএসএস) পীরগাছার অন্নদানগর ইউনিয়ন শাখার মাঠ কর্মী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী পশ্চিম দৌজর এলাকার মৃত আবুল কালাম আজাদের পুত্র মোঃ আব্দুল কাদের (৩৫) গত বুধবার দুপুরে ঋণ গ্রহিতা বিপুল চন্দ্র রায়ের বাড়ীতে আসে। বাড়িতে কোন লোকজন না থাকায় উক্ত মাঠ কর্মী বিপুল চন্দ্র রায়ের দশ বছর বয়সী শিশু কন্যা স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী কে একাকী বাড়িতে পেয়ে তাকে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।এ সময় শিশুটি চিৎকার দিলে পাশের বাড়ীর চাচী এসে ঘটনাটি দেখে ফেলেন। স্থানীয় লোকজনের সহয়তায় ওই এনজিও কর্মীকে আটক করে পুলিশ কে খবর দেয়া হয়। পুলিশ এনজিও কর্মীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। ওসি মাসুমুর রহমান বলেন এ ঘটনায় থানায় বুধবার রাতে একটি মামলা দায়ের হয়েছে।
.jpg)

0 coment rios: