সাইদুল ইসলাম, কাউনিয়া ঃজাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়া কাউনিয়া কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত কলেজের নিজস্ব কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩জন হলেন রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, প্রভাষক শ্রী প্রকাশ চন্দ্র রায় ও অনার্সের শিক্ষক আবু আহসান সিদ্দিকী পল্লব। শিক্ষক প্রতিনিধি ভোটে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জালাল উদ্দীন মোল্লা ও সহকারী প্রিজাইডিংঅফিসারের দায়িত্ব পালন করেন কাউনিয়া কলেজের গভর্নির বডির এ্যাডহক কমিটির অন্যতম সদস্য আমিন আনছারী। শিক্ষক প্রতিনিধি ভোটে মোট ১৬৫টি ভোটের মধ্যে ভোট পড়েছে ১৬৪ ভোট।সকাল থেকেই শিক্ষকরা নির্বিঘ্নে প্রদান করেন। অত্যন্ত মনোরম পরিবেশ ভোট গ্রহন সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।
নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কাউনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসা আহমেদ।


0 coment rios: