সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, March 20, 2022

কাউনিয়া টিভিএস শো-রুম উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় জনপ্রিয় টু-হুইলার এবং থ্রি-হুইলার ব্র্যান্ড টিভিএস-এর নতুন শো-রুম উদ্বোধন হয়েছে।রোববার (২০ মার্চ) কাউনিয়া টিভিএস শো-রুম উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, আ.লীগ নেতা হাবিবুর রহমান প্রমূখ। 

উপজেলা সদরে আর-কে রোড পুরাতন তেল পাম্প সংলগ্ন অবস্থিত এ শো-রুমে টিভিএস ব্র্যান্ডের টু-হুইলার টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০,ফিনিক্স ১২৫ সিসি, মেট্রো প্লাস ১১০ সিসি, মেট্রো ১০০ সিসি,  উইগো, স্কুটি পেপ প্লাস এবং থ্রি হুইলার টিভিএস কিংসহ সকল পণ্যের জেনুইনপার্টস পাওয়া যাবে। সংশ্লিষ্টরা জানায়, স্বাধীনতার মাস উপলক্ষে সীমিত সময়ের জন্য এই শো-রুম থেকে যে কোনো টিভিএস বাইক বা থ্রি হুইলার কিনলেই কোম্পানির তরফ থেকে গ্রাহকরা পাচ্ছেন ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ড। এছাড়া কাউনিয়া টিভিএস শো-রুমের পক্ষ থেকে



 থাকছে হেলমেটসহ নানা উপহার। নতুন আঙ্গিকে ব্যবসায়িক সফলতার জন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন কাউনিয়া টিভিএস শো-রুমের স্বত্বাধিকারী একেএম জাহাঙ্গীর হাসান। তিনি জানান, এখানে একই সঙ্গে স্পেয়ার পার্টস ও সাভিসিং এর জন্য সব ধরণের আধুনিক ব্যবস্থা রয়েছে। এতে টিভিএস পণ্যের ক্রেতারা তাদের প্রয়োজনীয় মডেল পছন্দ মত ক্রয় করতে পারবে। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: