কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ছয়দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে কাউনিয়া বাসষ্ট্যান্ডে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কাউনিয়া উপজেলা
আহবায়ক কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উক্ত কমিটির উপজেলা আহবায়ক মোঃ সামছুল আলম এর সভাপত্তিতে ও সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় বক্তারা অবিলম্বে ৬ দফা বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো হলো-(১) তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞান সম্মত ভাবে তিস্তা মহা-পরিকল্পনা দ্রæত বাস্তবায়ন। তিস্তা চুক্তিসই,তিস্তা নদীতে সারা বছর পানি প্রবাহ ঠিক রাখতে জলধার নির্মান। (২) তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপ-শাখা গুলোর সঙ্গে তিস্তা নদীর পূর্বেকার সংযোগ স্থাপনও নৌ চলাচলা পূণঃরায় চালু (৩) ভূমি দস্যুদের হাত থেকে তিস্তা নদীর অবৈধভাবে দখলকৃত শাখা-প্রশাখা ও উপ-শাখা দখলমুক্ত করা এবং নদীর বুকে ও তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা (৪) তিস্তার ভাঁঙ্গনে বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষন এবং সর্বস্বহারা ভূমিহীন গৃহহীন মাঝিমাল্লা ও মৎস্যজীবি সহ সকল পেশার উদ্বাস্ত মানুষের পূর্ণবাসন। (৫) তিস্তা মহাপরিকল্পনায় কৃষি ও কৃষকের স্বার্থ সু-রক্ষায় অগ্রাধিকার প্রদান,কৃষি সমবায় এবং কৃষি ভিত্তিক কলকারখানা গড়ে তোলা (৬) মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রেরণ করা হয়।
.jpg)

0 coment rios: