কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় একদিনের পাট চাষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি
অডিটোরিয়ামে উপজেলার নির্বাচিত ১৫০ জন পাট চাষি এতে অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিনের সভাপতিত্বে এ প্রশিক্ষণকর্মশালায় বক্তব্য রাখেন- বিজেআরআই রংপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবুল ফজল মোল্লা, পাট অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন সাথী, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ^াস, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান। প্রশিক্ষণে পাট বীজ চাষ পদ্ধতি, উন্নত পদ্ধতিতে পাট পচন, পাট বীজ উৎপাদন, পাট সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে পাটের তৈরী ব্যাগ দেয়া হয়।
.jpg)

0 coment rios: