সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Friday, December 10, 2021

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন এর ইন্সটিলশন সিরমনি অনুষ্ঠিত

এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট থেকেঃ বাগেরহাট লায়ন্স ক্লাব গ্রীন এর ইন্সটিলশন সিরমনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে শহরের অভিজাত হোটেল ক্যাসেল আশারায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ লায়ন্স ক্লাব ইটারন্যাশনাল এর



(ডিস্ট্রিক্ট ৩১৫-এ১) গভর্নর স্হপতি নিখিল চদ্র গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রেজাউল করিম, লায়ন্স ক্লাবস্ ইটারন্যাশনাল বাংলাদেশ এর সদ্য বিদায়ী গভর্নর নজরুল ইসলাম শিকদার, ভাইস জেলা গভর্নর প্রকৌশলী মোস্তফা কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন এর সভাপতি, বিশিষ্ট নারীনত্রী রিজিয়া পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন এর সাধারণ সম্পাদক মনি মল্লিক। এছাড়া অনুষ্ঠান উপস্হিত ছিলেন, লায়ন্স ক্লাবস ইটারন্যাশনালর কেদ্রীয় কমিটির নতবদ, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রতিনিধি ও লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের সদস্যবৃন্দ।

এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট থেকেঃ বাগেরহাট লায়ন্স ক্লাব গ্রীন এর ইন্সটিলশন সিরমনি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে শহরের অভিজাত হোটেল ক্যাসেল আশারায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাংলাদেশ লায়ন্স ক্লাব ইটারন্যাশনাল এর (ডিস্ট্রিক্ট ৩১৫-এ১) গভর্নর স্হপতি নিখিল চদ্র গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রেজাউল করিম, লায়ন্স ক্লাবস্ ইটারন্যাশনাল বাংলাদেশ এর সদ্য বিদায়ী গভর্নর নজরুল ইসলাম শিকদার, ভাইস জেলা গভর্নর প্রকৌশলী মোস্তফা কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন এর সভাপতি, বিশিষ্ট নারীনত্রী রিজিয়া পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীন এর সাধারণ সম্পাদক মনি মল্লিক। এছাড়া অনুষ্ঠান উপস্হিত ছিলেন, লায়ন্স ক্লাবস ইটারন্যাশনালর কেদ্রীয় কমিটির নতবদ, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রতিনিধি ও লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রীনের সদস্যবৃন্দ।
Seen by Hm Rajib at 16:56
Enter
Aa

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: