কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলায় অক্সফাম ইন বাংলাদেশ এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত রি-কল ২০২১ প্রকল্পের আওতায় ০৯ ডিসেম্বর ২০২১ তারিখে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর এসো কাজ করি গ্রাম উন্নয়ন সংগঠনের উদ্দ্যেগে আমার বাংলাদেশ যুব উন্নয়ন সংঠনের পরিবেশনায় পথ নাটক একই বাগানের ফুল’মঞ্চস্থ হয়।
উক্ত অনুষ্ঠানে এসো কাজ করি গ্রাম উন্নয়ন সংঠনের সভানেত্রী, জনাব মোছাঃ কুলসুম বেগম এর সভাপতিত্বে আরডিআরএস বাংলাদেশ রি-কল ২০২১ প্রকল্প এর কর্মকর্তা গনের উপস্থিতে প্রতিবন্ধি অধিকার বিষয়ক সচেতনতা মুলক পথ নাটক এর শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, নাটকটি গ্রামের সকল স্তরের জনসাধারণ উপভোগ করেন।

0 coment rios: