কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়ের এস এস সি আমরা '৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণমিলনী তকিপল বাজার হাট অফিসে গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আমরা'৯৬ ব্যাচের পৃর্ণমিলনী সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক বন্ধু জাহাঙ্গীর হাসান সদস্য সচিব ,আহসান সিদ্দিক পল্লব , মনিরুজ্জামান মজনু, কার্তিক চন্দ্র, সাংবাদিক মিজানুর রহমান, জহির রায়হান, আঃ গফফার মাহাবুব, মানিক প্রমূখ। আগামী ২৫ ডিসেম্বর তিস্তা উত্তর পাশ্বে পিকনিক স্পটে পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ জন্য নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। সাংবাদিক জহির রায়হান প্রথম দিন রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করেন এবং সেই সাথে আমরা ৯৬ ব্যাচের সকল বন্ধু / বান্ধবীদের অংশ গ্রহন করার জন্য আহব্বান করা হলো...।

0 coment rios: