সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Thursday, November 28, 2024

কাউনিয়ায় দিনেদুপুরে দেড় লাখ টাকা ছিনতাই

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বুড়াইল ব্রীজের পাশে ছুরিকাহত করে আরিফ নামের একজনের কাছ থেকে দেড়লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আহত আরিফ কাউনিয়া উপজেলার এ্যালাইড ব্লক ফ্যাক্টরির আইটি অফিসার এবং সাহাবাজ গ্রামের আব্দুল মান্নানের পুত্র। আহত আরিফের সাথে কথা বলে জানা যায়, গত ২৬ নভেম্বর বুধবার দুপুর আনুমানিক আড়াইটায় আরিফ সোহেলের ভাটা থেকে অফিসের পাওনা দেড় লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে কাউনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মেনাজের চাতালের নিকট পৌঁছলে মোটরসাইকেল আরোহী তিনজন তার গতিরোধ করে গলায় ছুরি ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে আরিফের পেটে ও হাতে ছুরি মেরে আহত করে ছিনতাইকারীরা গেঞ্জির ভিতরে থাকা দেড় লাখ টাকা নিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়ে রংপুরে দিকে চলে যায়। পরে আরিফের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করে। এ ব্যাপারে কাউনিয় থানার অফিসার ইনচার্জ এসএম শরিফ জানান অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: