কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তকিপল হাট রেলগেটের সন্নিকটে।
রেলওয়ে ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, নিহত বাদশা আলম (৫৮) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই চড়ারাহাট এলাকার মৃত মনাই মামুদের পুত্র ছাগল ব্যবসায়ী বাদশা মিয়া (৬২) বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া উপজেলার তকিপল হাটে ছাগল ক্রয়ের জন্য তকিপল হাট রেল গেটের ১শগজ পশ্চিমে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় দিনাজপুর থেকে লালমনিরহাট বুড়িমারী গামী কমিউটার-৬২ লোকাল ট্রেনের নীচে কাটা পরে দেহ থেকে মাথা হাত-পা কেটে ছিন্নভিন্ন হয়ে মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লালমনিরহাট রেলওয়ে পুলিশ (গোয়েন্দা) শাখার ইন্সপেক্টর নজরুল ইসলাম ট্রেনে কাটা পরে এক ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
0 coment rios: