কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে উনত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ।
১১ (অক্টোবর) শুক্রবার আটক সাইফুল ইসলামকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। মাদক উদ্ধার ও আসামীকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,গোপন তথ্যের ভিত্তিতে ১০ অক্টোবর বৃহস্পতিবার রাতে কাউনিয়া থানার এসআই মহিবুর রহমান ও এএসআই বিপ্লব হোসাইন সহ সঙ্গিও ফোর্স নিয়ে হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ একতার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতাল ফেনসিডিল সহ সাইফুল ইসলামকে আটক করে। আটক সাইফুল ইসলাম লালমনিরহাট রাজপুর ইউনিয়নের খলাইঘাট গ্রামের মৃত সুরত আলীর ছেলে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শরিফ বলেন, এ ব্যাপারে সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালত পাঠানো হয়েছে।
.jpg)

0 coment rios: