সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, May 19, 2024

কাউনিয়ায় অদম্য মেধাবী অনঘ-স্বপ্ন পূরনে বাঁধা দরিদ্রতা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ নানা সীমাবদ্ধার মধ্যেও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে অনঘ চন্দ্র বর্মন। সে রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 

তবে অদম্য মেধাবী অনঘের উচ্চ শিক্ষায় এখন বাঁধা হয়েছে দরিদ্রতা। কাউনিয়া উপজেলা সদরে হরিশ্বর গ্রামের গোপাল চন্দ্র ও আতশি রানীর একমাত্র সন্তান অনঘ। বাবা সামান্য রাজমিস্ত্রী, মা গৃহিনী। দশ শতাংশ বাড়ি-ভিটা ছাড়া কোন জমি জিরাত নেই। অনঘ চন্দ্র বর্মন বলেন, আমার বাবা-মা পড়াশোনা করতে পারেননি। তবুও তাঁরা সব সময় চেয়েছেন, আমি যেন ভালোভাবে পড়াশোনা করে আদর্শ মানুষ হতে পারি। সাধ্যমত চেষ্টাও করেছেন। কিন্তু দিনমজুর বাবার পক্ষে আমার উচ্চ শিক্ষা গ্রহণের খরচ যোগান দেওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, অনঘ অত্যন্ত মেধাবী ছাত্র। আর্থিক অনটন তাকে দমাতে পারেনি। পড়ালেখা চালিয়ে যেতে পারলে সে ভালো অবস্থানে পৌঁছাতে পারবে। এজন্য প্রয়োজন সবার সহযোগিতা। অনঘের বাবা গোপাল চন্দ্র বলেন, ছোট থেকেই ছেলেটা লেখাপড়ায় পারদর্শী। ওর স্বপ্ন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। কিন্তু চরম দারিদ্রতা তার সেই স্বপ্ন পূরণে বড় বাঁধা হয়েছে। তিনি ছেলের উচ্চ শিক্ষার জন্য বিত্তবান ও দয়াবান মানুষের কাছে সাহায্য-সহযোগিতা কামনা করছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: